Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০২১

‘Energy Efficiency in Public Building’ বিষয়ে EP talk এর ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান আয়োজিত


প্রকাশন তারিখ : 2021-09-27

স্রেডা, জিআইজেড এবং এনার্জি এন্ড পাওয়ার কর্তৃক আয়োজিত ‘এনার্জি এফিসিয়েন্সি ইন পাবলিক বিল্ডিংস’ শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনা (EP Talk) গত ২৬ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখে জুম প্লাটফর্মে  অনুষ্ঠিত হয়। উক্ত ইপি টকসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম। এছাড়াও জনাব মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় উক্ত ইপি টকসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এর চেয়ারম্যান  জনাব মোহাম্মদ আলাউদ্দিন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. সাইফুল্লাহিল আজম। আলোচ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেড্রার সদস্য (জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ) মিজ ফারজানা মমতাজ। প্যানেলিস্ট হিসাবে উক্ত আলোচনায়  মূল্যবান মতামত ব্যক্ত করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জহরুল হক এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব আশরাফুল হক। বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দও উক্ত অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে পাবলিক বিল্ডিং সমুহকে জ্বালানি দক্ষ করার বিষয়ে কি কি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।